
প্রকাশ: ১৯ মার্চ ২০১৯, ১৯:৩৪

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ৩৪ ও ৩৫ নম্বর খুঁটির উপর ‘৬-ডি’ নম্বর নবম স্প্যান বসানো হবে বৃহস্পতিবার। এ লক্ষ্যে প্রকল্প এলাকায় বর্তমানে চলছে দেশি-বিদেশি প্রকৌশলী ও শ্রমিকদের শেষ মুহূর্তের ব্যস্ততা। নবম স্প্যানটি চূড়ান্ত রঙের কাজ শেষে মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ক্রেন লাইনের মাধ্যমে বের করে মাওয়া প্রান্তের স্টক ইয়ার্ডের জেটিতে রাখা হয়েছে। মাওয়া প্রান্তের কুমারভোগ স্টক ইয়ার্ডের জেটি থেকে ৩৬শ’ টন ওজন ক্ষমতাসম্পন্ন ক্রেনবাহী জাহাজ ‘তিয়ান-ই’ ১৫০ মিটার দৈর্ঘ্যের ‘৬-ডি’ নম্বর নবম স্প্যানটি জাজিরা প্রান্তে খুঁটির উদ্দেশ্যে রওনা হবে বুধবার সকালে। এছাড়া সবকিছু ঠিকঠাক থাকলে ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে আজ মঙ্গলবারও স্প্যানটি নিয়ে রওনা হয়ে যেতে পারে ভাসমান ক্রেনবাহী জাহাজ ‘তিয়ান-ই’।

ইনিউজ ৭১/এম.আর