বাস চাপায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১৯শে মার্চ ২০১৯ ১২:৩৭ অপরাহ্ন
বাস চাপায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সু-প্রভাত বাসের চাপায় আবরার আহমেদ চৌধুরী নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবরার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী।  পুলিশের গুলশান জোনের এডিসি আবদুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে বসুন্ধরা গেটে সু-প্রভাত পরিবহনের একটি বাস ওই শিক্ষার্থীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে। বাসটিও জব্দ করেছে পুলিশ।

bus-1

নিহতের লাশ কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। এদিকে সহপাঠী নিহতের খবর পেয়ে সকাল থেকেই ওই এলাকার সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে বসুন্ধরা গেট এলাকা থেকে রামপুরা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক ছাড়েননি।

বাস চাপায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর, চালক আটক

উল্লেখ্য, সড়কের শৃঙ্খলা রক্ষায় রাজধানীতে গত রোববার (১৭ মার্চ) থেকে শুরু হয়েছে ৫ম বারের মতো ট্রাফিক সপ্তাহ। এরইমধ্যে বাসচাপায় একজন শিক্ষার্থীর মৃত্যু হলো।

ইনিউজ ৭১/এম.আর