
প্রকাশ: ১৯ মার্চ ২০১৯, ১৭:৫৬

নিউজিল্যান্ডের ক্রাইষ্টচার্চে মসজিদে অস্ত্রধারী সন্ত্রাসী হামলায় ৪৯ জন্য মুসল্লিদেরকে নামাজরত অবস্থায় অতর্কিতভাবে গুলি চালিয়ে হত্যা করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার(১৮মার্চ) শত শত মুসুল্লিদেরক নিয়ে বাদ আসর উপজেলার অন্নদা স্কুলের মোড়ে আল্লামা মুফতি আমিনী(রহঃ) স্মৃতি পরিষদ এর উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে মাওলানা শেখ আমান উল্লাহ, মুফতি মুরশেদ আলম চৌধুরীমোঃ রৌশন আলীসহ শত শত ধর্ম প্রাণ মুসল্লিরা এতে অংশগ্রহন করে পরে সকল মুসলমানদের সুখ শান্তিও শহিদদের মাগফেরাতের জন্য দোয়া করা হয়।
ইনিউজ ৭১/এম.আর
