খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অবৈধভাবে পাচারকৃত বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার করল্লাছড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর নায়েব সুবেদার মো. শহিদ আলমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল করল্লাছড়ি এলাকায় নিয়মিত সীমান্ত নিরাপত্তা ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছিল। অভিযানের এক পর্যায়ে সন্দেহজনকভাবে মজুত রাখা অবৈধ সেগুন কাঠ শনাক্ত করা হয়।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মোট ৯৬ দশমিক ৬২ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাঠ পাচারের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি ঘটনাস্থলে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে কাঠগুলো পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।
উদ্ধারকৃত সেগুন কাঠ পরবর্তীতে আইনি প্রক্রিয়া অনুসরণ করে পানছড়ি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি পানছড়ি বনবিভাগ অফিস নিশ্চিত করেছে।
বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং দেশের প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও বনজ সম্পদ পাচারসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।