না ফেরার দেশে চলে গেলেন চলচ্চিত্র নির্মাতা শাহেদ চৌধুরী। রোববার (১৭ মার্চ) বিকেল ৫টায় হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।এ প্রসঙ্গে চলচ্চিত্র নির্মাতা অপূর্ব রানা বলেন, আগে থেকেই তার হার্টে সমস্যা ছিলো। শনিবার (১৬ মার্চ) রাতে আমরা একসঙ্গে দীর্ঘক্ষণ আড্ডা দিয়েছি। এক পর্যায়ে ভালো লাগছে না বলে দ্রুত বাসায় চলে যান তিনি। আজ চলে গেলেন পৃথিবীর মায়া ছেড়ে। তার বয়স হয়েছিলো ৫২ বছর। তার সংসারে স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।শাহেদ চৌধুরী বেশকিছু সিনেমা নির্মাণ করেছেন। তার উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো- ‘আড়াল’, ‘টেনশন’, ‘হাইরিক্স’, ‘খল নায়িকা’, টাফ অপারেশন’।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।