আশুলিয়ায় ২ লাখ টাকার জাল নোটসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৭ই মার্চ ২০১৯ ০৫:০৬ অপরাহ্ন
আশুলিয়ায় ২ লাখ টাকার জাল নোটসহ আটক ১

শিল্পাঞ্চল  আশুলিয়ায় ২ লাখ জাল টাকার জাল নোটসহ জাল টাকার মূল কারবারিকে  আটক করেছে পুলিশ।রোববার আশুলিয়া থানায় সংবাদ সম্মলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপু।আটক ব্যক্তির নাম রেজাউল হোসেন। তিনি গাইবান্ধা জেলার সদর থানার পূর্ব গয়েসপুর গ্রামের মুনছের হোসেনের ছেলে।আশুলিয়া থানার উপ- পরিদর্শক( এস আই) মনিরুজ্জামান মোল্লা জানান, দীর্ঘদিন ধরে রেজাউল  জাল নোটের ব্যবসা পরিচালিত করে আসছিল । তারা মুলত মাদক কেনা-বেচায় এ টাকা বেশি ব্যবহার করত বলেও জানান তিনি ।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপু জানান গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে রেজাউলকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় জাল টাকার বিষয়ে  একাধিক মামলা  রয়েছে। এছাড়া অাসামীর তথ্যের মাধ্যমে জাল টাকা তৈরি মেশিন উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।