গোপালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৭ই মার্চ ২০১৯ ০৫:০৩ অপরাহ্ন
গোপালপুরে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী পালিত

টাঙ্গাইলের গোপালপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয় । গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে (১৭ মার্চ ২০১৯) রবিবার দুপুর  ১২ ঘটিকার সময়, স্থানীয় সরকারী সূতী ভি এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে , আলোচনা সভা, রেলি, পুরস্কার বিতরণী, যুবকদের ঋণের কেক বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার মধ্য পালন করা হয়, আরো এক দিকে গোপালপুর পৌরসভার মেয়র এর আয়োজনে গোপালপুর স্বাধীনতা কমপ্লেক্স আলোচনা সভা মধ্য দিয়ে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর ৯৯ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন করা হয়, উক্ত সভায় প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল -২ গোপালপুর ভুয়াপুরের এমপি তানভীর হাসান ছোট মনি, উপজেলা নির্বাহি অফিসার বিকাশ বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, পৌর মেয়র রকিবুল হক (ছানা),

থানা অফিসার ইনচার্জ হাসান আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান রওশন খান আইউব, ধোপাকান্দি ইউনিয়ন এর চেয়ারম্যান আব্দুল হাই, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, আরো উপস্থিত ছিলেন অন্যান্য আওয়ামী লীগের নেতা কর্মী বৃন্দ ও অত্র ইস্কুলের সকল শিক্ষক ছাত্র-ছাত্রী । আরো একদিকে কে গোপালপুর আওয়ামী লীগের পক্ষ থেকে গোপালপুর আওয়ামী লীগ কার্যালয় বিভিন্ন সংগঠনের নামে কেক কেটে এই দিনটি পালন উদযাপন করেন।