পটুয়াখালীর বাউফলে নিখোজের দুইদিন পর জেলে জুয়েল বয়াতীর মৃতদেহ উদ্বার করেছে বাউফল থানা পুলিশ । রবিবার সকাল সাতটায় উপজেলার চর ওয়াডেলের উত্তর পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, চর ওয়াডেলের উত্তর পাশ ভাসমান অবস্থায় একটি মৃতদেহ দেখতে পায় স্থাণীয়রা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্বার করে।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, জেলে জুয়েলের লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।উল্লেখ্য গত শুক্রবার (১৫ মার্চ ২০১৯) ভোর রাতে ঢাকা থেকে কালাইয়াগামী যাত্রীবাহী লঞ্চ বন্ধন-৫ এর ধাক্কায় জেলে জুয়েল নদীতে পড়ে নিখোঁজ হয়। এসময় তার সংগীয় নাহিদ ও নাজমুল গুরুতর আহত হয়। এ ঘটনায় জুয়েলের পিতা আলী হোসেন বয়াতী বাউফল থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।