লালপুরে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৭ই মার্চ ২০১৯ ১২:৫৯ অপরাহ্ন
লালপুরে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নাটোরের লালপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৭ মার্চ) সকালে লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসের শুরুতে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। পরে শিশুদের নিয়ে কেক কাটা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত পুরুষ ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়া বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করছে লালপুর উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনসমূহ। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব