সামাজিক ব্যাধি বাল্য বিয়ে প্রতিরোধ, ও মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রয়াস গ্রহনের লক্ষ্যে জবসেন পাইক,ফড়িয়া,সরদার সমাজের উদ্যোগে জবসেন গ্রামের সুধি সমাজের নেতেৃবৃন্দর মতবিনিময় সভা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জবসেন গ্রামের ইতিহাস ও ঐতিহ্য সমুন্নত রাখার ঐক্যবদ্ধ প্রয়াস গ্রহনের মধ্য দিয়ে উপজেলা জবসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় বাল্য বিয়ে প্রতিরোধ, মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে মুক্তি দেয়া সকলের ঐক্যবদ্ধ থেকে সামাজিক ব্যাধি দূর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসাহাক আলী পাইক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী জালাল,তৈয়ব আলী ভূইয়া, ইউপি সদস্য এসাহাক আলী পাইক,আওয়ামীলীগ নেতা শহীদুল ইসলাম পাইক,ছাত্রলীগ সাধারন সম্পাদক জাকির পাইক, স্থানীয় সমাজ সেবক হাকিম পাইক ,হাবিব পাইকসহ স্থানীয় সুধী সমাজের নেতৃবৃন্দ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।