উখিয়ায় ভেজাল বিরোধী অভিযানে পণ্য ধংস

নিজস্ব প্রতিবেদক
শ.ম.গফুর , উপজেলা প্রতিনিধি উখিয়া- কক্সবাজার
প্রকাশিত: শুক্রবার ১৫ই মার্চ ২০১৯ ০৯:৫২ অপরাহ্ন
উখিয়ায় ভেজাল বিরোধী অভিযানে পণ্য ধংস

কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া বাজারে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্যের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এসময় প্রায় পাঁচ লক্ষ টাকার বিভিন্ন পণ্য জব্দ করে তা ধ্বংস করা হয়।  উখিয়া উপজেলার হাট বাজারের হোটেল, রেঁস্তোরা, কুলিংকর্ণারসহ বিভিন্ন দোকানে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। এসব খাদ্যপণ্য সাধারণ ক্রেতাদের নিকট কৌশলে বিক্রি করে আসছিল এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। 

এ নিয়ে স্যানেটারী ইন্সপেক্টর নুরুল আলমের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য বিভাগ বৃহস্পতিবার (১৪ মার্চ) সোনারপাড়া বাজারে এক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভেজাল ও মেয়াদোত্তীর্ণ মালামাল জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে কোকাকোলা, পেপসি, ফান্টা, জুস, তৈল ইত্যাদি। পরে সেগুলো জনসম্মুখে নষ্ট করে ফেলা হয়। যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ টাকা বলে জানা গেছে। অভিযান পরিচালনা কালে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব