পিরোজপুর শহরের ক্লাব রোডের একটি মার্কেটে অগ্নিকান্ডে ৬টি দোকান ভষ্মীভূত হয়েছে। আজ শুক্রবার সকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আব্দুল হক। এতে কয়েক কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা বরে জানান জেরা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব। পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হক জানান , আজ সকাল সাড়ে ৬টার দিকে একটি রেক্সিনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তা পার্শবর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্থ দোকানের মধ্যে রয়েছে- রেক্সিনের দোকান, ফলের দোকান, ঔষধের ফার্মেসী, বইয়ের লাইব্রেরী এবং সেলুন। পিরোজপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব অভিযোগ করেন, সঠিক সময় বিদ্যুতের লাইন বন্ধ না করায়, ফায়ার সার্ভিসের কাজ কিছুটা বিলম্বিত হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।