সেই অবহেলিত জননীর পাশে দাড়ালেন অতিরিক্ত পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১৫ই মার্চ ২০১৯ ০৭:৩৫ অপরাহ্ন
সেই অবহেলিত জননীর পাশে দাড়ালেন অতিরিক্ত পুলিশ সুপার

পাঁচ সন্তান-সন্তনী বৃদ্ধ অসুস্থ সেই জননী নূরজাহানের পাশে দাড়ালেন নেছারাবাদ সার্কেল পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার হৃদয়বান কাজী শাহনেওয়াজ ও তার সহ ধর্মিণী। অতিরিক্ত পুলিশ সুপার ও তার সহধর্মিণী হাসপাতালে এসে ডাক্তারের কাছে তার শারীরিক খোঁজখবর নিয়ে আর্থিক সাহয্য করেন। একই সাথে তার সহ ধর্মিণী হাসপাতালে ভর্তি অসুস্থ নূরজাহান-কে দেখতে এসে তাকে খাবার-দাবার কিনে দেন। নেছারাবাদ সার্কেল পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ এসময় নূরজাহানের ছেলেমেয়ে কর্তৃক প্রয়োজনীয় দেখভালের জন্য আইনত ব্যবস্থা গ্রহনে দৈনিক ইনকিলাব-কে আশ্বস্ত করেন।

কাজী শাহনেওয়াজ হাসপাতালে নূরজাহানের সর্বদা খোজ রাখছেন। প্রসঙ্গত, নেছারাবাদে দু:খিনী মায়ের করুন কাহিনী শিরোনামে শুক্রবার ‘দৈনিক ইনকিলাব’ পত্রিকায় নূরজাহান এবং রাবেয়া আক্তার নামে দুই অবহেলিত জননীকে নিয়ে খবর প্রকাশিত হয়। এর মধ্যে হাসপাতালে ভর্তি নূরজাহানের করুন অবস্থার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার নেছারাবাদ সার্কেল শাহনেওয়াজ ও তার সহ ধর্মিণী হাসপাতালে ছুটে এসে তার পাশে দাড়ান। এর আগে নূরজাহানের করুন কাহিনী নিয়ে ওই বৃদ্ধার ছবি সহ ফেসবুকে একটি ষ্ট্যাটাস দেওয়া হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব