স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘এ দেশের হিন্দু, এ দেশের বৌদ্ধ, এ দেশের মুসলমান, এ দেশের খ্রিস্টান, আমরা সবাই বাঙালি। এখানে সন্ত্রাসী, জঙ্গিদের ঠাঁই নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের। সে স্বপ্ন বাস্তবায়নে যোগ্য নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্মেলন উপলক্ষে শুক্রবার ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের ব্রতই অসাম্প্রদায়িক দেশ গড়া। কিন্তু স্বাধীনতার কয়েক বছর পরেই অসাম্প্রদায়িক দেশ গড়ার ক্ষেত্রে আমরা একটা ঝাঁকুনি খেয়েছিলাম। ২১ বছর পর বঙ্গবন্ধুকন্যার ডাকে মানুষ আশ্বস্ত হয়েছিল। সারাদেশের মানুষ বুঝতে পেরেছিল বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যোগ্য নেতা। তার ডাকে আমরা একতাবদ্ধ হয়েছি।
তিনি একে একে চারবার প্রধানমন্ত্রী হয়েছেন। ক্ষুধা, দারিদ্র্যসহ সব সমস্যা মোকাবেলা করে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে একটা অবস্থানে নিয়ে গেছেন।’ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, ‘আমরা ২০১৩-১৪ সালে আগুন সন্ত্রাস দেখেছি। এরপর অসাম্প্রদায়িক দেশে হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান যাজকসহ ধর্মীয় গুরুদের হত্যার দৃশ্য দেখেছি। প্রধানমন্ত্রী সব ধর্মীয় নেতাকে ডেকে এক করার জন্য নির্দেশনা দিলেন। এক জায়গায় বসে আমরা ঐক্যবদ্ধ প্রক্রিয়া শুরু করেছিলাম। প্রত্যেক জেলা সফর করেছিলাম। আমরা সবার সহযোগিতায় সাম্প্রদায়িক হানাহানি বন্ধ করতে পেরেছি।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনাদের পূজা উদযাপনের সময় একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পেতেন। আপনাদের দাবি আরও একজনকে সংযুক্ত করা। সে নির্দেশনা আমি দেব। কারণ আমরা চাই শান্তি, আমরা থমকে যেতে চাই না, এগিয়ে যেতে চাই। বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। যেন পথ না হারায় বাংলাদেশ।’মন্ত্রী আরও বলেন, ‘আপনাদের মন্দির সংস্কারের জন্য প্রধানমন্ত্রী ২৫১ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আপনাদের কোনও দাবি অপূর্ণ থাকবে না। বৌদ্ধ ধর্মাবলম্বীদেরও দিয়েছেন। কারণ তিনি এ দেশ ও মানুষকে ভালোবাসেন। আর আপনাদের দাবি করে দাবি আদায় করতে হবে না। এমনিই আপনারা পাবেন। কারণ আমরা একসাথে চলতে চাই। এটাই আমাদের ঐতিহ্য। আমরা এটাই স্বপ্ন দেখে আসছি। কারণ ধর্ম যার যার উৎসব সবার।’ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলনকান্তি দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। অনুষ্ঠানে সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।