আগৈলঝাড়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: শুক্রবার ১৫ই মার্চ ২০১৯ ০২:১৪ অপরাহ্ন
আগৈলঝাড়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় র‌্যালী, আলোচনা সভা ও বিজয়ী প্রতিযোগীদের পুরুস্কার বিতরণ করা হয়েছে। ভোক্তা অধিকার সম্পর্কে জন সচেতনতা বাড়াতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকাল দশটায় শিক্ষার্থীদের নিয়ে উপজেলা পরিষদ চত্তর থেকে র‌্যালী বের হয়ে শহর ঘুরে উপজেলা চত্তরে শেষ হয়। র‌্যালী শেষে দিবসের তাৎপর্য তুলে ধরে উপজেলা পরিষদ হল রুমে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন একাডেমীক সুপার ভাইজার প্রাণ কুমার ঘটক, শিক্ষক প্রিয় লাল মন্ডল, মঞ্জুরুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তপন বসু। ভোক্তা অধিকার সম্পর্কে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের ভুমিকা শীর্ষক রচনা প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থী পৃথীলা বৈষ্ণব (প্রথম), ঐশী রায় (দ্বিতীয়) ও স্মিতা হালদারকে (তৃতীয়) ক্রেষ্ট, সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে। 

ইনিউজ ৭১/এম.আর