প্রতীক পেলেন সরাইলের প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শুক্রবার ১৫ই মার্চ ২০১৯ ০১:৪৮ অপরাহ্ন
প্রতীক পেলেন সরাইলের প্রার্থীরা

আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে সরাইল প্রধান প্রধান সড়ক স্লোগানে মিছিলে মিছিলে প্রার্থীদের প্রতীক নিয়ে আনন্দ উৎসাহ লক্ষকরা যায় সমর্থকদের মাঝে।  ৩১ র্মাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ ধাপের সরাইল উপজেলা পরিষদ নির্বাচন।বৃহস্পতিবার (১৪ মার্চ) প্রার্থীদের প্রতীক বরাদ্দের শেষ দিন  ছিল।উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আলোচনা সমালোচনা চলছে ভোদের মাঝে। নির্বাচনের প্রতীক পেয়ে প্রার্থীদের সমর্থকরা মিছিল ও স্লোগানে উত্তাল নির্বাচনী মাঠ। সরাইল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৬ জন ও ভাইস চেয়ারম্যান মহিলা পদে ৫ জন নির্বাচনী মাঠে রয়েছে।

সরাইল উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে মাঠে নেমেছেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মুক্তিযোদ্বা মোঃ শফিকুর রহমান সাফি। অপরদিকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, মোটরসাইকেল প্রতীক নিয়ে বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া ও চিংড়িমাছ প্রতীক নিয়ে এডঃ মোখলেছুর রহমান, ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মিনার দলীয় প্রতীক নিয়ে মোঃ জাকির হোসেন, অপর স্বতন্ত্র প্রার্থী আনারছ প্রতীক নিয়ে এডঃ নুরুজ্জামান লস্কর তপু শক্তবস্থানে দৌড়ঝাপ শুরু করেছেসংরক্ষিত মহিলা ভাইসচেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, শামীমা প্রজাপতি, আছমা বেগম ফুটবল, আমোদা বৈদ্যুতিক পাখা,পদ্ম ফুল প্রতীক নিয়ে বেবী ইয়াছমিন।

অপরদিকে ভাইস চেয়ারম্যান পুরুষ পদে এস এম মজিদ বক্স টিয়া পাখি, মোঃ আমিন খাঁন তালা,মোঃ হানিফ মিয়া মাইক,শেখ আবুল কালাম উড়োজাহাজ, মোঃ জামাল মিয়া চশমা ও জজ মিয়া টিউবওয়েল প্রতীক নিয়ে মাঠে লড়ছে। সরাইল উপজেলা ৯টি ইউনিয়নে ভোটার রয়েছেন ২ লাখ ১৪ হাজার ৮০ জন। এই উপজেলায় ৮৪টি ভোটকেন্দ্র রয়েছে। উপজেলায় পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ২৮৩ এবং মহিলা ভোটার রয়েছেন ১ লাখ ০৩হাজার ৭৯৭ জন। ৮৪টি ভোটকেন্দ্রে ৫১৯ টি বুথ রয়েছে।

ইনিউজ ৭১/এম.আর