ঝালকাঠির নলছিটিতে শ্বশুরবাড়ির পেছন থেকে নান্না জোমাদ্দার (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার পশ্চিম গোপালপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নান্না জোমাদ্দার শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মধ্য কামদেবপুর গ্রামের মৃত সাহেব আলী জোমাদ্দারের ছেলে নান্না জোমাদ্দারের সঙ্গে ১০ বছর আগে পশ্চিম গোপালপুর গ্রামের শাহজাহান হাওলাদারের মেয়ে রেমি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নান্না শ্বশুরবাড়িতে থাকেন। বিভিন্ন সময় শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।
বৃহস্পতিবার সকালে শ্বশুরবাড়ির পেছনে একটি গাছের সঙ্গে নান্না জোমাদ্দারের মরদেহ ঝুলতে দেখে শাশুড়ি চিৎকার করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয় মোল্লারহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই চাঁন মিয়া জানান, ঘটনাটি সন্দেহজনক হওয়ায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।