বরিশালে যাত্রীবাহী বাস খাদে,আহত ১৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৪ই মার্চ ২০১৯ ০৬:৪৬ অপরাহ্ন
বরিশালে যাত্রীবাহী বাস খাদে,আহত ১৫

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট আঞ্চলিক মহাসড়কের ফুল্লশ্রী বাইপাস এলাকায় যাত্রীবাহী বাস গোল্ডেন লাইন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৫ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনায় আহতদের মধ্যে ৯ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।আহত যাত্রীরা জানান, বুধবার রাতে ঢাকা থেকে যাত্রী নিয়ে পয়সারহাটের উদ্দেশ্যে ছেড়ে আসে বাসটি। গাড়ির চালক ফরিদপুরের রাজবাড়ি এলাকার ইদ্রিস মিয়া চলন্ত গাড়িতেই ঝিমুচ্ছিলেন। পথে পথে চালককে ডেকে সজাগ রাখতে হয়েছে। চালকের ঝিমুনির কারনেই বাসটি দুর্ঘটনাকবলিত হয়েছে বলে দাবি যাত্রীদের। গোল্ডেন লাইনের আগৈলঝাড়া কাউন্টার ইনচার্য লিটু তালুকদার জানান, আহত যাত্রীরা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।