বরিশালের হিজলা উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ, তাদের বেতন বৈষম্য দুরিকরনের লক্ষে ১১তম গ্রেড বাস্তবায়নের দাবি আদায়ের জন্য মানববন্ধন করেছেন । ১৪ মার্চ বৃহস্পতিবার বেলা ৩ টায়, উপজেলা পরিষদ মাঠে , বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (এস ১২০৬৮ ) হিজলা এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক মোঃ জাকির হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ সহিদুল আলম । এছাড়াও উপস্থিত ছিলেন, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন। তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন,
উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী কাজী জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নাজমা বেগম। বক্তব্যে তারা বলেন, সহকারী শিক্ষকগণ ২০১৪ সাল থেকে বেতন বৈষম্য নিরসনের বিষয় নিয়ে আন্দোলন করে যাচ্ছে । আমরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ যে শিক্ষাগত যোগ্যতা নিয়ে চাকুরীতে যোগদান করি একই যোগ্যতায় অন্য প্রতিষ্ঠানে যারা সরকারি চাকুরী করেন তাদের গ্রেডও আমাদের তুলনায় ৩ থেকে ৪ ধাপ উপরে। এমনকি ক্ষেত্র বিশেষে শিক্ষকদের চেয়ে কম শিক্ষাগত যোগ্যতা নিয়ে অন্য প্রতিষ্ঠানে সহকারী শিক্ষকদের তুলনায় বেশি বেতনে চাকুরী করেন। এই অবস্থায় আমরা আপনার কাছে সম্মানজনক বেতন স্কেল প্রত্যাশা করি। মানববন্ধন শেষে সহকারী শিক্ষকগণ, হিজলা উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার এর কাছে স্মারক লিপি প্রদান করেন ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।