ভোলার বোরহানউদ্দিনে জাতীয় বেতন গ্রেড ১৪ তম থেকে ১১ তম গ্রেডে উন্নীত করার দাবিতে সরকারি প্রাথমিক শিক্ষকগণ মানববন্ধন করেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ওই মানবন্ধন কর্মসূচী করা হয়। উপজেলার ১ শত ৫৬ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ৬ শত শিক্ষক ওই মানববন্ধনে অংশ নেন। এছাড়া বিভিন্ন শ্রেণি পেশার লোক সংহতি প্রকাশ করে মানববন্ধনে শরিক হন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানম›ত্রী বরাবর স্মরকলিপি প্রদান করা হয়। মানববন্ধন শেষে শহীদ বেদীতে সংক্ষিপ্ত বক্তৃতা করেন, সহকারী শিক্ষক আবু মো. তসলিম, মাহবুবুর রহমান, মো. হোসেন, আবদুল্লাহ আল মামুন, ফিরোজ মাহমুদ, মোস্তাফিজুর, তৌহিদুল ইসলাম সুমন প্রমুখ। বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১৪ তম গ্রেডে তেন প্রদান নি:সন্দেহে বড় ধরনের বৈষম্য। শিক্ষা ক্ষেত্রে সরকার যুগান্তকারী পদক্ষেপ নিলেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষরা জীবনমানের বিচারে অনেক পিছিয়ে। তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ন্যায়সঙ্গত দাবি মানা না হলে কঠোর আন্দোলনের দিকে যেতে তারা বাধ্য হবেন। তবে তারা আশা প্রকাশ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এ বৈষম্য নিরসনে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিবেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।