উখিয়ায় অর্ধককোটি টাকার ইয়াবাসহ আটক ১ মোটরসাইকেল জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৪ই মার্চ ২০১৯ ০৪:০৫ অপরাহ্ন
উখিয়ায় অর্ধককোটি টাকার ইয়াবাসহ আটক ১ মোটরসাইকেল জব্দ

হাল সময়ে ইয়াবা পাচারে নিত্যনতুন সব কৌশল অবলম্বন করছে মাদক ব্যবসায়ীরা। তাদের কৌশল আর অভিনবত্বে অবাক হচ্ছেন সাধারণ মানুষসহ আইনশৃঙ্খলা বাহিনীও। এমনই এক অভিনব কায়দায় ইয়াবার এক চালান পাচার করতে গিয়ে মেরিন ড্রাইভ সড়কে আটক হয়েছে এক মাদক পাচারকারী।১৪ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে মেরিন ড্রাইভ সড়কে কক্সবাজারগামী এক মোটরসাইকেল আরোহী চেকপোস্ট অতিক্রমকালে সন্দেহবশত  মটর সাইকেলে তল্লাশি করে। এসময় বিশেষ কায়দায় লুকানো ১০ হাজার পিস ইয়াবাসহ মাসুম বিল্লাহ (৩০) নামে এক পাচারকারীকে আটক করে পুলিশ।

উদ্ধার হওয়া ইয়াবার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।আটক হওয়া মাদক পাচারকারী যশোরের আলমনগর কোতোয়ালি থানার মহর আলী খানের ছেলে।ইনানী পুলিশ ফাড়ির ইনচার্জ সিদ্ধার্থ সাহা বলেন, টেকনাফ থেকে বিশেষ কায়দায় মোটর সাইকেলে লুকিয়ে ঢাকা আশুলিয়ায় পাচারের উদ্দেশ্য ইয়াবাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে সকালে ইনানীর অংশে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। এসময় সন্দেহজনক আচরণে মোটর সাইকেল তল্লাশি করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।এ ব্যাপারে আইনী প্রক্রিয়া শেষে আটক পাচারকারীকে থানায় সোপর্দ করা হবে।