আগাম বন্যা মোকাবেলায় পাউবোর কর্মচারীদের ছুটি স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৪ই মার্চ ২০১৯ ১০:২৬ পূর্বাহ্ন
আগাম বন্যা মোকাবেলায় পাউবোর কর্মচারীদের ছুটি স্থগিত

আগামী ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাঠপর্যায়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি (হজব্রত পালনের নিমিত্ত ছুটি ছাড়া) মঞ্জুর স্থগিত করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে অতিরিক্ত মহাপরিচালকের অনুমতি ব্যতিত সদর দফতর ত্যাগ না করার জন্যও নির্দেশও দেয়া হয়েছে। বুধবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান এ নির্দেশ দিয়েছেন। দেশে আগাম বন্যার মোকাবেলার জন্য পানি উন্নয়ন বোর্ডের মাঠপর্যায়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীকে সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশনা দেন তিনি।

তিনি মাঠপর্যায়ের সংশ্লিষ্ট দফতর প্রধানগণকে স্থানীয় জেলা প্রশাসক এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে আগাম মোকাবেলায় তড়িৎ ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেন। তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা গ্রহণের স্বার্থে বোর্ডের মাঠপর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীকে স্ব-স্ব কর্মস্থলে বাধ্যতামূলকভাবে অবস্থান করার জন্যও নির্দেশ দেয়া হয়। জনসংযোগ পরিদফতরের পরিচালক এ কে এম নজরুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।