এরই ধারাবাহিকতায় র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর জেলার ভাংগা থানাধীন আতাদি চরকান্দি এলাকায় দীর্ঘদিন যাবৎ একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য কথিত ইয়াবা এবং গাঁজা বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। এ প্রেক্ষিতে অদ্য ১৩/০৩/২০১৯ ইং তারিখ দুপুরে গোপন সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে তার বসত বাড়ীতে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে উল্লেখিত স্থান হতে আসামী মোঃ রুবেল শেখ(১৯), পিতা- মৃত আজগর আলী শেখ, সাং-আতাদি চরকান্দি, থানা-ভাংগা, জেলা-ফরিদপুর পালানোর চেষ্টা কালে র্যাবের আভিযানিক দল তাকে ৩০৮ (তিনশত আট) পিস ইয়াবা ও ৩৬ (ছত্রিশ) গ্রাম গাঁজাসহ হাতে নাতে আটক করে।
ধৃত মোঃ রুবেল শেখ(১৯), পিতা- মৃত আজগর আলী শেখ, সাং-আতাদি চরকান্দি, থানা-ভাংগা, জেলা-ফরিদপুরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য কথিত ইয়াবা এবং গাঁজা নিজ হেফাজতে রেখে ভাংগা থানার বিভিন্ন এলাকায় খুচরা বিক্রির কার্যক্রম করে থাকে। উদ্ধারকৃত ইয়াবা এবং গাঁজাসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।