দুর্যোগ মোকাবিলায় প্রস্তসি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুকি এই পতিপাদ্যকে সামনে রেখে নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৯ পালিত হয়েছে।ভুমিকম্প,অগ্নিকান্ডে করনীয় বিষয়ে মনোহরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মোঃআতিকুল আলমের নেতৃত্বে সকল স্টাফদের উপস্থিতিতে বিমানের আগুন নিধন,গোলাকের ভিতর হইতে আটকা পড়া লোকদের উদ্ধার,ছোট আগুনে পানি ছাড়া ভিজা বস্তাদারা নির্বাপণ পদ্ধতি, ভুমিকম্পে আটকা পড়া চাঁপা পড়া লোকদের উদ্ধার,দোতলায় আটকা পড়া লোকদের লোডারের মাধ্যমে উদ্ধার,উদ্ধার করা আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা প্রদান ও হাসপাতালে প্রেরণসহ ১০টি মহড়া প্রদর্শন করা হয়।
রবিবার(১০মার্চ)সকাল ১০টায় মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক`র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি আসসাদিকজ্জামান,মনোহরদী থানার ওসি (তদন্ত)আবুল কালাম,শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ রুহুল সগীর,মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা জুয়েল,প্রমুখ।মহড়ায় অংশ্যগ্রহন করেন মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয়, চন্দবাড়ী এসএ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,মনোহরদী মডেল সঃপ্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।