
প্রকাশ: ৮ মার্চ ২০১৯, ১:১৪

“সবাইমিলে ভাবো,নতুন কিছু কর, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে ইন্দুরকানী আন্তর্জাতিক নারি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ০৮ ই মার্চ শুক্রুবার সকাল ১০ টায় ইন্দুরকানী উপজেলার ডাকদিয়ে যাই শাখা অফিসে অষ্ট্রীলীয়ন এইডের আর্থিক সহযোগীতায় অক্সর্ফাম বাংলাদেশের ব্যাবস্থাপনায় এনজিও সংস্থা ডাকদিয়ে যাই রি-কল ২০২১ আয়োজনে আন্তরর্জাতিক নারিদিবস পালিতহয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রধক্ষিন শেষে ডাকদিয়ে যাই অফিসের সামনে এসে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন রিকল ২০২১ প্রকল্প সমন্নকারি কৃষিবিদ বশির আহমেদ, ই্দুরকানী প্রেসক্লাব সাধারণ সম্পাদক গাজি আবুল কালাম,রি-কল প্রকল্প ফিল্ড ফেসিলিস্ট হুমাউন কবির, ডাকদিয়েযাই মাইক্রেফিন্সেএর ফিল্ড অফিসার কাজি শামিম,সুমন আহমেদ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন সিবিও নারি নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালি পরোবর্তি আলেঅচনায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ বশির আহমেদ নারি অধিকারের বিবিন্ন দিক তুলে ধরেন এবং তাদেও সচেতনার উপর জোর দেন, আলোচনা সভায় আরো বক্ত্যবদেন ইন্দুরকানী প্রেসক্লাবের সাধারন সম্পাদক গাজী আবুল কালাম, নারি নেত্রী মালা মিত্র, অঞ্জুনা রানি প্রমুখ অনুষ্ঠানটি স লনা করেন রিকল ২০২১ প্রকল্পের উপজেলা ফিল্ড ফেসেলিস্ট হুমাউন কবির।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব