শিল্পমন্ত্রীর হ্যাকড 'ফেসবুক আইডি' উদ্ধার হয়নি চারদিনেও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ৮ই মার্চ ২০১৯ ০৪:১৮ অপরাহ্ন
শিল্পমন্ত্রীর হ্যাকড 'ফেসবুক আইডি' উদ্ধার হয়নি চারদিনেও

চারদিন পার হয়ে গেলেও উদ্ধার হয়নি শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট। তার ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফায়েড ছিল। এ ঘটনায় গুলশান থানায় একটি জিডি করা হয়েছে। ঘটনার পর পুলিশ ফেসবুক আইডিটি উদ্ধারে কাজ করে যাচ্ছে। শুক্রবার (৮ মার্চ) ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় মন্ত্রী ওই প্রোফাইল থেকে দেওয়া কোনও বক্তব্যে নাগরিকদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন। ভিডিওতে মন্ত্রী বলেন, ‘আমি বিদেশে ছিলাম কয়েকদিন। এসে জানতে পারলাম যে, আমার ভেরিফায়েড ফেসবুক প্রফাইল হ্যাক হয়েছে। এ জন্য আমি জিডি করেছি। সাইবার উইং কাজ করছে। এ ব্যাপারে কেউ যেন বিভ্রান্ত না হয় সে কারণে সবাইকে আমি জ্ঞাত করছি। আমার অ্যাকাউন্ট থেকে করা কোনও মন্তব্য আমার মন্তব্য হিসেবে ধরা যাবে না।’ শিল্পমন্ত্রীর হ্যাক্ট ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসশুক্রবার দুপুরে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম এ ব্যাপারে বলেন, ‘শিল্পমন্ত্রীর ফেসবুক প্রোফাইলটি যিনি অপারেট করেন তার নাম আতিকুল ইসলাম। তিনি রাজধানীর বারিধারায় থাকেন। ৪ মার্চ গুলশান থানায় তিনি একটি জিডি করেছেন। জিডি নম্বর ২৫৩। জিডিতে আতিকুল ইসলাম অভিযোগ করেন, ৩ মার্চ শিল্পমন্ত্রী ফেসবুক প্রোফাইলটি দুষ্কৃতকারীরা হ্যাক করে। এই প্রোফাইল থেকে কোনও বক্তব্য প্রকাশ হলে, তার দায় মন্ত্রীর না।’

 হ্যাকড 'ফেসবুক আইডি' থেকে পোস্ট 

৭ মার্চ মন্ত্রীর প্রোফাইল থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়, ‘গত ২১ ফেব্রুয়ারির চকবাজার ট্র্যাজেডির অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে আমার বিতর্কিত মন্তব্যের জন্যে জাতির কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপার্থী। নিজ ভুল স্বীকার করা প্রতিটা মানুষেরই উচিৎ বলে মনে করি। এতে মানুষে মানুষে সোহার্দ্য ও আন্তরিকতা বৃদ্ধি পায়। আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলে মিলে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু!’

শিল্পমন্ত্রী হ্যাক্ড ফেসবুক পেজে স্ট্যাটাসপুরান ঢাকার চকবাজারে ওয়াহেদ ম্যানশনে অগ্নিকাণ্ডের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মন্ত্রী বলেছিলেন, ‘ওই ভবনের ভেতরে কোনও কেমিক্যালের অস্থিত্ব নেই।’ এই বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা হয়। বিভিন্ন তদন্তে ওয়াহেদ ম্যানশনের কেমিক্যাল ও দাহ্য পদার্থ থাকার বিষয় উঠে আসে। এমনকি অগ্নিকাণ্ডের সূত্রপাত ওয়াহেদ ম্যানশন থেকে বলে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তদন্তে প্রকাশ পেয়েছে। এরমধ্যেই মন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্টের ওই বক্তব্যের জন্য ৭ মার্চ দুঃখ প্রকাশ করা হয়। তবে তার আগেই ৪ মার্চ শিল্পমন্ত্রীর ভেরিফায়েড অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে মর্মে গুলশান থানায় জিডি করা হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব