
সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ১ হাজার ৮১২টি মন্দির/ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন ও সংস্কার করা হবে। এজন্য ২২৮ কোটি ৬৯ লাখ টাকার একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার (৫ মার্চ) একনেকের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। ‘সমগ্র দেশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কার’ নামে প্রকল্পটি বাস্তবায়ন করবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। তবে প্রকল্প সূত্রে জানা গেছে, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হয়নি। সেবাধর্মী প্রকল্প উল্লেখ করে এর আয়-ব্যয়ও বিশ্লেষণ করা হয়নি। প্রকল্পটি ২০১৯ সালের মার্চ থেকে ২০২২ সালের ফেব্রুয়ারির মধ্যে বাস্তবায়ন করা হবে। প্রকল্পের টাকা তিন অর্থবছরে প্রদান করা হবে। এর মধ্যে ২০১৮-১৯ অর্থবছর ৬৮ কোটি ৬০ লাখ ৭০ হাজার, ২০১৯-২০ অর্থবছর ৯১ কোটি ৪৭ লাখ ৬০ হাজার এবং ২০২০-২১ অর্থবছর ৬৮ কোটি ৬০ লাখ ৭০ হাজার টাকা দেয়া হবে।


ইনিউজ ৭১/টি.টি. রাকিব