মাউন্ট এলিজাবেথে কাদেরের চিকিৎসা করবেন ড. সুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৪ঠা মার্চ ২০১৯ ০৭:২৭ অপরাহ্ন
মাউন্ট এলিজাবেথে কাদেরের চিকিৎসা করবেন ড. সুন

আসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়কপথ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছে। সেখানে হার্ট স্পেশালিস্ট ড. ফিলিপ কোহ সিয়াম সুন ওবায়দুল কাদেরের পরীক্ষা-নিরীক্ষা করবেন বলে জানা গেছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয় কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে আজ সোমবার সকালে ভারত থেকে নিয়ে আসা হয় দেশটির প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠীকে।

দেবী শেঠীর প্রসঙ্গ টেনে ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, দেবী শেঠী বলেছেন ইউরোপ-আমেরিকায় যে ধরনের চিকিৎসা হয় এখানে তার চেয়ে কোনো অংশে কম হয়নি। খুব ভালো চিকিৎসা হয়েছে। ওবায়দুল কাদেরের স্ত্রীর দিকে তাকিয়ে দেবী শেঠী বলেন, ইউর হাসবেন্ড ইজ লাকি। যে চিকিৎসা করা হয়েছে এর চেয়ে বেশি কিছু করার নেই। তিনি এখন সেভ পজিশনে আছেন। এনজিওগ্রামে ওবায়দুল কাদেরের হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়লে স্টেন্টিংয়ের মাধ্যমে একটি অপসারণ করেন চিকিৎসকরা। তার অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও সঙ্কট কাটেনি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব