
প্রকাশ: ৩ মার্চ ২০১৯, ৩:৫৬

প্রশাসনের চোখ ফাকি দিয়ে বরগুনার বিষখালী নদীতে কারেন্টজাল দিয়ে নির্বিচারে মাছ শিকার করে কিছু মৎস্যজীবীরা। রোববার দুপুর ২টার দিকে বরগুনার বিষখলী নদীতে দেখা যায়, নদীতে প্রায় ১০ থেকে ১৫ জন মৎসশিকারী অবৈধ কারেন্ট জাল দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ শিকার করে। মাজেরচর এলাকার স্থানীয় লোকজন জানান , প্রতিদিন সকাল থেকে সন্ধা পর্যন্ত তিন থেকে পাচ কেজি পর্যন্ত ইলিশের পোনা সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে এই কারেন্ট জালে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
