ভেলু চেইন দলের সদস্যদের মাঝে হাঁস বিতরন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১৮ই ফেব্রুয়ারি ২০১৯ ০৬:০২ অপরাহ্ন
ভেলু চেইন দলের সদস্যদের মাঝে হাঁস বিতরন

ইন্দুরকানীতে এনজিও সংস্থা ডাক দিয়ে যাই রি-কল ২০২১ প্রজেক্ট এর  দোয়েল হাস ভেলু চেইন দলের সদস্যদের মাঝে ১৫০টি হাঁস বিতরন করা হয়। সোমবার সকাল ইন্দুরকানী উপজেলা ডাক দিয়ে যাই সংস্থার শাখা কার্যালয়ে ডাক দিয়ে যাই নির্বাহী-পরিচালক মো. শাহজাহান গাজীর সভাপতিত্বে হাঁস বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার রাজীব আহমেদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন।

এসময় উপস্থিত এনজিও স্ংস্থা ডাকদিয়ে যাই এর সমন্নয়কারি শিশির কুমার বিশ্বাষ, ইন্দুরকানী উপজেলা ডাক দিয়ে যাই শাখা ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম, ইন্দুরকানী উপজেলার ডাক দিয়ে যাই রি-কল ২০২১ সংস্থার ইইউসিএসও দেবদাস ডাকুয়া, ডাক দিয়ে যাই সংস্থার সিবিও ফোরামের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।  রিকল ২০২১ বাস্তাবায়নে দোয়েল হাস ভেলু চেইন দলের ৫ জন সদস্যদের মাঝে ৩০টি করে হাঁস বিতরন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ডাক দিয়ে যাই সংস্থার রি-কল২০২১ প্রজেক্ট কোঅর্ডিনেটর  কৃষিবিদ বশির আহমেদ।

ইনিউজ ৭১/এম.আর