মাদারীপুরে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৪ই ফেব্রুয়ারি ২০১৯ ০৪:২১ অপরাহ্ন
মাদারীপুরে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

মাদারীপুরের শিবচরে বৃহস্পতিবার সকালে জেলার শিবচরে শুভ হাওলাদার (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। শুভকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শিবচর উপজেলা হাসপাতালে এবং পরে জরুরী ভিত্তিতে ফরিদপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। পারিবারিকভাবে জানা গেছে, শুভ হাওলাদার শিবচর উপজেলার দত্তপাড়া টি.এন একাডেমির বাণিজ্য বিভাগের ছাত্র এবং এসএসসি পরীক্ষার্থী। শুভ আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় শিবচর শেখ ফজিলাতুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছিলো। কেন্দ্রে প্রবেশের সময় নাহিদ মাল শুভকে পেছন থেকে ডাক দেয়। এ সময় তাকে রাস্তার পাশে পুকুর পাড়ে নিয়ে সন্ত্রাসী নাহিদ কোমর থেকে চাইনিজ কুড়াল বের করে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

এতে শুভ হাওলাদার গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোক ও নিরাপত্তা কর্মীরা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে। শিবচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স মেডিক্যাল অফিসার ডাক্তার ইমদাদুল হক জানান, ধারালো অস্ত্রের আঘাতে তার ডান পায়ের হাটুতে গুরুতর জখম হয়। তার ডান পায়ের নিচে রগ কেটে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জরুরী ভিত্তিতে তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। কেন্দ্র সচিব ও শেখ ফজিলাতুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, পরীক্ষা কেন্দ্রের গেটের সামনে একটি সন্ত্রাসী হামলা হয়েছে বলে আমি শুনেছি। আমি ২জন শিক্ষককে হাসপাতালে পাঠিয়েছি। যদি তার পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব হয় তাহলে আমি তার পরীক্ষার ব্যবস্থা করব।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব