শনিবার ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ দূত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১৮ই জানুয়ারী ২০১৯ ১১:২৩ অপরাহ্ন
শনিবার ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ দূত

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং হি লি রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ছয়দিনের সফরে ঢাকায় আসছেন শনিবার (১৯ জানয়ারি)।তিনি থাইল্যান্ড থেকে বাংলাদেশ সফরে আসবেন। থাইল্যান্ডেও রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন জাতিসংঘের বিশেষ দূত। জেনেভার জাতিসংঘ অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।ইয়াং হি লি ১৪ থেকে ১৮ জানুয়ারি থাইল্যান্ড সফর করছেন। থাইল্যান্ড থেকে শনিবার বাংলাদেশ সফরে আসবেন। বাংলাদেশ সফরকালে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এছাড়া সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ইয়াংহি লি।

জাতিসংঘের এ বিশেষ দূত গতবছরের জুন মাসে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। সে সময় তিনি থাইল্যান্ডও সফর করেন। বাংলাদেশ সফরের শেষদিন ২৪ জানুয়ারি ইয়াং হি লি সংবাদ সম্মেলনে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন।
জাতিসংঘ মহাসচিবের এ বিশেষ দূত রোহিঙ্গা পরিস্থিতি দেখতে মিয়ানমার সফরে যেতে চাইলেও মিয়ানমার সরকার তাকে সে দেশে প্রবেশে অনুমতি দেয়নি।