প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৭
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, দেশে আস্থার সংকট একটি জাতীয় সমস্যা। তিনি বলেন, “আমি, আপনি, আপনারা সবাই মিলে কেউ কিন্তু আস্থার জায়গায় নেই। আমি আস্থার জায়গায় আছি, এই দাবি করি না।” তিনি বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) এর সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।
ইসি বলেন, বিচ্ছিন্নভাবে কেউ অন্যকে বিচার করতে পারবে না। “আমি বলতে পারব না অমুকে খারাপ, আমি ভালো। আর আপনি বলতে পারবেন না আমি খারাপ, আপনি ভালো,” তিনি উল্লেখ করেন। এ মন্তব্যের মাধ্যমে তিনি দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে আস্থা পুনর্গঠনের গুরুত্ব তুলে ধরেছেন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আস্থা পুনরুদ্ধারের প্রচেষ্টা চলছে। এর জন্য বিভিন্ন পেশার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করা প্রয়োজন। সবাইকে পারস্পরিক শ্রদ্ধা এবং বিশ্বাসের মাধ্যমে সহযোগিতা করতে হবে, যাতে সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়।
নির্বাচনী কর্মকাণ্ডে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সাংবাদিকরা ২৪ ঘণ্টা জড়িত থাকেন এবং তাদের প্রস্তাবিত নীতিমালা যদি আগে কমিশনের কাছে পৌঁছে যেত, তবে আরও কার্যকরভাবে পরিকল্পনা করা যেত। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন যাতে সব বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করা যায়।
আনোয়ারুল ইসলাম বলেন, বাস্তবতার নিরিখে প্রত্যেকের অবস্থান থেকে সঠিকভাবে নির্বাচন পরিচালনা করতে হলে পরস্পরের সঙ্গে সহযোগিতা অপরিহার্য। এ ধরনের সহযোগিতা দেশীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং আস্থা পুনঃস্থাপন করবে।
তিনি মনে করেন, আলাপ-আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং মতামত শেয়ার করা মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধান সম্ভব। মূল উদ্দেশ্য সবার জন্য একই—ভালো এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।
সভায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, আরএফইডি’র সভাপতি কাজী জেবেল ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন।
সভা শেষে ইসি সাংবাদিকদের সঙ্গে ব্যক্তিগত ও পেশাগত দিক নিয়ে মুক্ত আলোচনার মাধ্যমে ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রত্যাশা প্রকাশ করেন।