পটুয়াখালীর দশমিনায় বেড়া (টিনের বাউন্ডারী) দিয়ে বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ উঠেছে। উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরেরহাট বাজার সংলগ্নে বিবি আয়শা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনের মাঠ বেড়া দিয়ে স্থানীয় মো. নজরুল ও মো. শহিদুল সরদার গংরা দখল করে নিয়েছে। এতে ওই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার উপক্রম দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা ইব্রাহীম মিয়া উদ্যেগে ১৯৯৭ সালে স্থানীয় কয়েকটি হিন্দু সম্প্রদায় পরিবার ১একর ১০শতাংশ বিদ্যালয়ের নামে জমি দলিল করে দেয়। বর্তমানে ওই বিদ্যালয়ে নিয়মিত ১শ’ ৫৫জন ছাত্র/ছাত্রী রয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, কিছু দিনের মধ্যে বিদ্যালয়ে ৪তলা বিশিষ্ট ভবনের কাজ শুরু হচ্ছে। শুক্রবার বিদ্যালয়ে বন্ধ থাকার সুযোগ নিয়ে স্থানীয় নজরুল ও শহিদুল সরদার গংরা বিদ্যালয়ের সামনে বেড়া দিয়ে দখল নেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. সালাম বলেন, এতদিন ধরে সুনামের সাথে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে, কেউ কোন বাধা সৃষ্টি করেনি। শুক্রবার ভোর থেকে নজরুল সরদার ও মো. শহিদুল সরদাররা দলবল নিয়ে বিদ্যালয়ের দখলীয় জমিতে তাদের দলিলকৃত অংশ আছে বলে দাবী করে বিদ্যালয়ের সম্মুখে বেড়া নির্মান করে বিদ্যালয়ের কার্যক্রম ব্যহত করেছে। কাজে বাধা দিলে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এ বিষয় জানতে চাইলে নজরুল ও শহিদুল বলেন, ২০১২ সালে আমরা দুই ভাই ওই দাগে ১৮শতাংশ জমি কবলা মূলে ক্রয় করি। ওই দাগে বিদ্যালয়ের নামে কোন জমি নেই। বরং আমাদের জমি দখল করে রাখছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।