বরিশালের কীর্তনখোলা নদীর চরআইচা খেয়াঘাট এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ জানুয়ারি) বিকেলে খেয়াঘাটের সিদ্দিক বাজার সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার উপ-পরিদর্শক আব্দুস সবুর বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে গেঞ্জি পরিহিত, হাতে আংটি ও কোমড়ে বেল্ট রয়েছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার নদীতে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।