
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে ভোটগ্রহণের দু’দিন পর পর্যন্ত তারা নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, নির্বাচনী আচরণবিধি সঠিকভাবে অনুসরণ হচ্ছে কি না তা পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।
