
প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮

দেশজুড়ে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর সোয়া ৬টার দিকে ঢাকাসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় এই কম্পন অনুভূত হয়। হঠাৎ কাঁপুনিতে ঘুম ভেঙে যায় অনেক মানুষের। ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভোর ৬টা ১৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে এবং নরসিংদী থেকে মাত্র ৩ কিলোমিটার উত্তরে। এর কেন্দ্রের গভীরতা ছিল ৩০ কিলোমিটার।
