
প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭

আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে ভোটারদের সমর্থনে সবচেয়ে এগিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি। মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে রিপাবলিকান পার্টি–ঘনিষ্ঠ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ভোট দিতে আগ্রহী ৩০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দেবেন। প্রায় সমান জনপ্রিয়তা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াতে ইসলামী, যাদের প্রতি সমর্থন ২৬ শতাংশ। দুই দলের ব্যবধান মাত্র ৪ শতাংশ, যা বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করে তুলতে পারে।
