
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১১:১২

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং কম্পন স্থায়ী ছিল কয়েক সেকেন্ড। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী উপজেলা, যা ঢাকার প্রায় নিকটবর্তী। এই অপ্রত্যাশিত কম্পন অল্প সময়ের জন্য হলেও রাজধানীসহ সারাদেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
