
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১১:৫৬

রাজধানীর আরমানিটোলার কসাইটুলিতে ভূমিকম্পের প্রভাবেই একটি পাঁচ তলা ভবনের সামনের অংশ ধসে পড়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার কিছু পরই এ ঘটনা ঘটে। ভবনের অংশ বিশেষ ধসে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এলাকাজুড়ে এখনো আতঙ্ক বিরাজ করছে, তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
