
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১৬:৪২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তালিকা প্রকাশ করেন। চূড়ান্ত হিসাব অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর আগে ৩ নভেম্বর প্রকাশিত খসড়া তালিকায় ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।
