
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১৩:৩

লিবিয়ায় অনিয়মিতভাবে অবস্থানরত এবং দেশে ফিরতে আগ্রহী মোট ১৭০ জন বাংলাদেশিকে সফলভাবে দেশে ফিরিয়েছে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। দীর্ঘ অপেক্ষা ও নানা অনিশ্চয়তার পর মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে স্থানীয় সময় ৬টা ১০ মিনিটে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকা পৌঁছান। পুরো প্রত্যাবর্তন কার্যক্রমটি সম্পন্ন হয় লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে।
