
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ১৬:০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা নিয়ে সংশয় নেই বলে জানিয়েছেন প্রসিকিউটর এম এইচ তামিম। রোববার (৯ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনালে দেওয়া ব্রিফিংয়ে তিনি জানান, রাজনীতিতে যা-ই হোক, আগামী ১৩ নভেম্বর মামলার রায় ঘোষণা সংক্রান্ত কোনো উদ্বেগ নেই। তবে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, ১৩ নভেম্বরই রায় ঘোষণা করা হবে না, বরং ওই দিন রায়ের জন্য সময় নির্ধারণ করা হবে।
