প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৯:১০
শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাওয়ায় বাংলাদেশের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে কানাডা। শুক্রবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং বলেন, “অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি শান্তিপূর্ণ রূপান্তরের দিকে এগিয়ে যাওয়ায় কানাডা বাংলাদেশের পাশে রয়েছে।”