হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই দিন ধরে যে ফ্লাইট বিপর্যয় হয়েছে, তার মাশুল সরকার মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের কার্গো (৮ নম্বর) গেটের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘অর্থনৈতিক ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে। ফায়ার সার্ভিস সময়োপযোগীভাবে কাজ করেছে। তদন্তের মাধ্যমে দায়-দায়িত্ব নির্ধারণ করা হবে।’
তিনি আরও জানান, ‘দুই দিন ধরে ফ্লাইট চলাচলে যে বিঘ্ন ঘটেছে, তার ক্ষতিপূরণের দায় সরকার নেবে। ব্যবসায়ী ও যাত্রীদের যাতে বাড়তি চাপ নিতে না হয়, সে বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় চলছে।’
শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আগুনের সূত্রপাত হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে।
সরকারি সূত্র জানায়, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনা হবে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।