প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৩

নোয়াখালীর বেগমগঞ্জে কিশোর গ্যাংয়ের বর্বর হামলায় ফখরুল ইসলাম মনজু ওরফে বলি (২৫) নামে এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মান্দার বাড়ির দরজায় এ ঘটনা ঘটে। নিহত বলি চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বদিউজ্জামানের ছেলে।
