প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৩:৫
ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে ইতালির রাজধানী রোমের উদ্দেশে দেশ ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১২ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে যাত্রা করেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সরকারের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও পরামর্শক। এই সফরকে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। রোমে অনুষ্ঠিতব্য ফোরামে তিনি খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন এবং টেকসই উন্নয়ন বিষয়ক বৈশ্বিক আলোচনায় অংশ নেবেন।
ওয়ার্ল্ড ফুড ফোরামের মূল অধিবেশনে অধ্যাপক ইউনূস আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন বলে জানা গেছে। তাঁর ভাষণে তিনি বাংলাদেশের সাফল্য, কৃষি উদ্ভাবন এবং ক্ষুধামুক্ত সমাজ গঠনে চলমান উদ্যোগের দিকগুলো তুলে ধরবেন। এছাড়া তিনি খাদ্য উৎপাদন ও বণ্টনে সামাজিক ব্যবসার সম্ভাবনা সম্পর্কেও মতামত দেবেন।
এ সফরে প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন। সেখানে দুই দেশের সম্পর্ক উন্নয়ন, কৃষি সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হবে। এছাড়া তিনি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর মহাপরিচালকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গেও আলোচনা করবেন।
ফোরামের আয়োজক সংস্থা এফএও জানিয়েছে, এবারের আসরটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রোমে সংস্থার সদর দপ্তরে অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করছেন। ফোরামে বিশেষভাবে আলোচিত হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও খাদ্য সংকট মোকাবিলার উপায়।
বাংলাদেশের পক্ষ থেকে ড. ইউনূসের এই সফরকে বহুমাত্রিক কূটনৈতিক সুযোগ হিসেবে দেখা হচ্ছে। কারণ, বিশ্ব খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়ন বিষয়ক আলোচনায় বাংলাদেশের অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে।
প্রধান উপদেষ্টার দপ্তর সূত্রে জানা গেছে, তিনি আগামী ১৫ অক্টোবর দেশে ফিরে আসবেন। সফর শেষে সরকারের পক্ষ থেকে ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ ও অর্জন সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।