প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৫:১১
নির্বাচন নিয়ে কোনো ধরণের অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার কুমিল্লার ময়নামতির বার্ড মিলনায়তনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টির কোনো সুযোগ নেই। প্রধান উপদেষ্টা যে সময় নির্বাচন হওয়ার কথা বলেছেন, সেটাই চূড়ান্ত। সেই অনুযায়ী নির্বাচন হবে এবং সকলের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে একটি উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে।
প্রেস সচিব জানান, নির্বাচন ঘিরে সব পক্ষকে নিয়ে একটি গ্রহণযোগ্য ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করাই সরকারের মূল লক্ষ্য। অতীতের তুলনায় এবার নির্বাচন আরও বেশি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণকে সরকার উৎসাহিত করছে এবং যে কোনো অবাঞ্ছিত ঘটনা ঠেকাতে প্রশাসন সজাগ রয়েছে।
সংসদ নির্বাচনে পিআর বা প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি নিয়ে চলমান আলোচনার বিষয়ে তিনি বলেন, এই প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিবাচক আলোচনা চলছে এবং কমিশনগুলোও ব্যাপারটি আন্তরিকতার সঙ্গে দেখছে। তিনি বলেন, জনগণের মতামত, রাজনৈতিক ঐকমত্য এবং সাংবিধানিক কাঠামোর আলোকে যেকোনো সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত TEDxComilla University শীর্ষক অনুষ্ঠানে 'The Next Wave' প্রতিপাদ্যে অংশ নেন দেশের বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিরা। আলোচকদের মধ্যে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, গায়ক আসিফ আকবর এবং সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ।
অনুষ্ঠানে দেশের তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি, প্রযুক্তি, সংস্কৃতি ও নেতৃত্ব নিয়ে আলোচনা হয়। এই আলোচনা-পর্বে প্রধান উপদেষ্টার প্রেস সচিব নির্বাচন নিয়ে বক্তব্য রাখলে সাংবাদিকদের দৃষ্টি সেখানে কেন্দ্রীভূত হয়। দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিবেশ নিয়ে জনগণের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছানোর চেষ্টা করেন তিনি।
সব মিলিয়ে নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে যে বার্তা এসেছে তা হলো—নির্ধারিত সময়েই ভোট হবে, অংশগ্রহণ সবার জন্য উন্মুক্ত থাকবে এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আন্তরিক প্রয়াস চলমান।