
প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ১১:২৫

শুরু হয়েছে বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অধ্যায়ের মাস—ডিসেম্বর। মহান বিজয়ের এই মাস বয়ে আনে বীর শহীদদের ত্যাগ, মুক্তিযোদ্ধাদের আত্মোপলব্ধি এবং স্বাধীনতার লাল–সবুজ পতাকা অর্জনের চূড়ান্ত সাফল্যের স্মৃতি। ১৯৭১ সালের এই ডিসেম্বরেই বাঙালি জাতি অর্জন করে বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা, বিশ্বের মানচিত্রে স্থান পায় স্বাধীন বাংলাদেশ।
