প্রকাশ: ৮ জুলাই ২০২৫, ২০:১৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের রাজনীতিতে আলোচনা তুঙ্গে থাকলেও এখনো ভোটের তারিখ নির্দিষ্টভাবে ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)’ আয়োজিত ফল উৎসবে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনের তারিখ তিনি নিজেও জানেন না এবং যথাসময়ে তা বিস্তারিত জানানো হবে। তিনি বলেন, ‘ভোটের দুই মাস আগে আমরা ডিটেইলস জানিয়ে দেব।’ এ সময় তিনি নির্বাচন কমিশনের প্রস্তুতি ও প্রশাসনের ভাবমূর্তি নিয়ে কিছু পরামর্শমূলক বক্তব্য দেন।
সিইসি জানান, প্রশাসনের অনেক বিভাগের ভাবমূর্তি বিগত নির্বাচনে ক্ষুণ্ন হয়েছে এবং এখন সেই ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, ‘আমরা চাই, সরকারি কর্মচারীরা প্রমাণ করুক যে তারা আন্তরিক হলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।’ পুলিশের ভাবমূর্তি নিয়েও সিইসি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী যদি আন্তরিকভাবে কাজ করে, তবে জনগণের আস্থা ফিরে আসবে।’
এদিন তিনি সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের তারিখ নিয়ে আর কোনো আলোচনা নয়। ধৈর্য ধরুন, আমরা যথাসময়ে সব জানাব।’ একই সঙ্গে তিনি সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানান, যেন তারা জনগণের শ্রদ্ধা অর্জনের মতো কাজ করেন এবং অতীতের ভুল থেকে শিক্ষা নেন।
সিইসি আরও জানান, নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অংশগ্রহণের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন সংস্থা ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছে। তবে তিনি স্পষ্ট করেন যে, যেসব বিদেশি পর্যবেক্ষক বিগত নির্বাচনে বিতর্কিত বা পক্ষপাতমূলক মন্তব্য করেছেন, তাদের এবার আমন্ত্রণ জানানো হবে না।
এর আগে তিনি কানাডিয়ান হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আগামী নির্বাচন নিয়ে আলোচনার পাশাপাশি সচেতনতা বাড়াতে ভোটারদের জন্য প্রচারণা, প্রশিক্ষণ এবং অবকাঠামোগত প্রস্তুতির বিষয়ে ধারণা দেন। সব মিলিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রস্তুতি চললেও দিনক্ষণ চূড়ান্ত না হওয়ায় ভোটারদের মনে এখনো রয়েছে অনেক প্রশ্ন।